কেন্দ্রের বিজেপি সরকার পাবলিক লিমিটেড কোম্পানি, বললেন মানিক সরকার
সুব্রত রায় ও ক্ষীরোদা রায় : সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে নাগরাকাটা ও ধূপগুড়িতে জনসভা করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। জনসভায় কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে উল্লেখ করলেন মানিক সরকার। নাগরাকাটার জনসভায় তিনি বলেন, ভারতে ধনী ও গরিবের মধ্যে ফারাক বাড়ছে, সামান্য কিছু মানুষের হাতে সম্পদ কেন্দ্রীভূত হচ্ছে, দরিদ্র মানুষ নিঃস্ব হচ্ছে। এইদিন নাগরাকাটা ও মালবাজার বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুকবীর সুব্বা ও মনু ওড়াওঁ-এর সমর্থনে জনসভায় যোগ দেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বেকার সমস্যাকে জাতীয় সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন, গত ৫০-৬০ বছরের তুলনায় বর্তমানে বেকার বাড়ছে, কোভিড পরিস্থিতিতে কাজ হারিয়েছে বহু মানুষ। কেন্দ্র সরকার দুই কোটি কর্মসংস্থানের কথা বলেছে, বাস্তবে নিয়োগের চেয়ে ছাটাই হচ্ছে। ত্রিপুরার উদাহরণ দেখিয়ে তিনি বলেন, গত তিন বছরে ত্রিপুরায় মাত্র তিন থেকে চার হাজার চাকরি হয়েছে, তুলনায় কাজ থেকে ছাটাই হয়েছেন অনেকে। অসংগঠিত শ্রমিকদের জন্য কোন উদ্যোগ নেই অথচ তাদের পরিযায়ী আখ্যা দেওয়া হচ্ছে, তাদের কাজ ও উখাদ্যের জন্য অন্য রাজ্যে যেতে হচ্ছে। যাদের ট্যাক্স দিতে হয় না তাদের মাসিক সাত হাজার টাকা দেওয়ার দাবি করেন তিনি। কৃষক আন্দোলন সম্পর্কে বলেন, স্বাধীনতার পর ভারত বর্ষে এই প্রথম এত বড়ো কৃষক আন্দোলন হলো। উৎপাদিত ফসলের ন্যায্য দাম না দেওয়ার জন্য কেন্দ্র সরকার জোর করে আইন তৈরি করেছে বলে তিনি বলেন। আবুল কালাম আজাদ, আবদুল গফফর খাঁ স্বাধীনতা আন্দোলনে এঁদের অবদানের কথা উল্লেখ করে এনআরসির সমালোচনা করে তিনি বলেন, মূসলমানরা যাতে নাগরিকত্ব না পায় তার ব্যবস্থা করছে। বিজেপির উদ্দেশ্যে প্রশ্ন তাঁর, দেশের স্বাধীনতা আন্দোলনে কি মূসলিমদের অবদান নেই? ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে মানিক সরকার বলেন, বলা হয়েছে রাষ্ট্র ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করবেনা, ধর্ম মানুষের নিজস্ব উপাসনার বিষয়। কিন্তু এখন ধর্মের বিষয়ে হস্তক্ষেপ করছে সরকার।
এইদিন সন্ধ্যায় ধূপগুড়িতে সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্ট জোটের সিপিআইএম প্রার্থী অধ্যাপক প্রদীপ কুমার রায়ের সমর্থনে মানিক বাবু ধূপগুড়ির মিলনী ময়দানে সভা করেন। সভায় সংযুক্ত মোর্চা প্রার্থী অধ্যাপক প্রদীপ কুমার রায় বলেন, এই দশ বছরে অসংখ্য মেধাবী ছেলেমেয়ের জীবন নষ্ট হলো। এরপরেই ধূপগুড়ির সভায় বক্তব্য রাখেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি শুরু থেকেই তৃণমূল ও বিজেপিকে আক্রমণ করেন। তিনি তৃণমূলের পরিবর্তনের স্লোগান উল্লেখ করে বলেন, এই দশ বছরে দেখলেন কি হয়েছে,এবার বিজেপি স্লোগান দিচ্ছে তারা আসল পরিবর্তন আনবেন। বিজেপির পরিবর্তনকে হলো শ্রমিক, কৃষক স্বার্থ বিরোধী পরিবর্তন বলে উল্লেখ করেন। বিজেপি সরকারের আমলে এই সময়ে ২০০- মত কৃষক মারা গিয়েছে, এই সরকারের কোন হুশ নেই সেই বিষয়ে। মালিকদের সুবিধার্থে শ্রমিকদের বিরুদ্ধে তিনটা কোড চালু করেছে শ্রমিক স্বার্থ বিরোধী কেন্দ্র সরকার। সর্বনাশা কৃষি আইনের বিরুদ্ধে, জিনিস পত্রের দাম বৃদ্ধির বিরুদ্ধে কৃষকেরা ধর্মঘট ডেকেছে। স্বাস্থ্য, শিক্ষাখাতে বাজেট কমিয়েছে এই সরকার বলে উল্লেখ করেন তিনি। এদিন ধূপগুড়ির সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মমতা রায়, প্রার্থী অধ্যাপক প্রদীপ কুমার রায় সহ অনেকেই।