কেপিপির(অমিত পন্থী) কুমারগ্রাম ব্লক কমিটি সংযোজন আরহ আলোচনা সভা অনুষ্ঠিত হইল পূর্ব চকচকাত
দেবাশীষ রায়, কুমারগ্রাম, ২০ মাৰ্চঃ রবিবার কুমারগ্রাম ব্লকের পূর্ব চকচকা জন কল্যাণ সংঘের মাঠত কামতাপুরী প্রগ্রেসিভ পার্টির কুমারগ্রাম ব্লক কমিটি সংযোজন আরোহ সাংগঠনিক আলোচনাসভা অনুষ্ঠিত হইল। জানা গেইছে, এদিন মূলত কেপিপির কুমারগ্রাম ব্লক কমিটি সংযোজন আরোহ কামতাপুরী প্রাইমারি স্কুল খোলার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হইল। বিতা ১৭ই জানুয়ারি আলিপুরদুয়ার জেলার বিভিন্ন জায়গা থাকি কামতাপুরী স্কুলত শিক্ষকতা করিবার বাদে ডিএম এরঠে ডেপুটেশন জমা দেওয়া হয়। কিন্তু এলা অবদি কোনো স্কুল খুলার বিষয়ে কুনো আধিকারিক পরিদর্শনত আইসে না কুমারগ্রাম ব্লকত। এদিনের আলোচনা সভাত কুমারগ্রাম ব্লকের বিভিন্ন জায়গা থাকি অনেক মানষি হাজির আছিল। কামতাপুরী প্রগ্রেসিভ পার্টির কেন্দ্ৰীয় কমিটির সভাপতি অমিত রায় জানায়, এদিনের সভাত মূলত কুমারগ্রাম ব্লকের কমিটি সংযোজন আরোহ দায়িত্ব ভাগ করি দেওয়া হইল। কেপিপির কুমারগ্রাম ব্লক কমিটির সভাপতি পদত দায়িত্ব দেওয়া হইল ক্ষিতীশ বর্মন, সম্পাদক পদত শ্যামল অধিকারী। এদিন বগলাবগলি আইসা ৩০ মার্চ কামতাপুরী প্রাইমারি স্কুল খোলার বিষয়ে কুমারগ্রাম ব্লকের বিডিও আরোহ এসআই অক ডেপুটেশন দেওয়ার ব্যাপারে তারিখ ঠিক করা হইল। এদিনের এই সভাত হাজির আছিল কেপিপির কেন্দ্ৰীয় কমিটির সভাপতি অমিত রায়, আলিপুরদুয়ার জেলা কমিটির সভাপতি মনোহোর ভগৎ, কেন্দ্রীয় কমিটির সম্পাদক উওম বর্মন সদে অন্যান্য নেতৃত্বগিলা।