কেপিপি এর পথসভা ময়নাগুড়িতে

নিজ খবরিয়া, ময়নাগুড়ি: শনিবার কেপিপি এর জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর হাটে পথসভা করা হয় । সভায় আগামী ২০২১ সালের জানুয়ারী মাসে যে কামতাপুরী ভাষায় পঠন-পাঠন চালু করার কথা মূখ্যমন্ত্রী যে গত ২৮ শে আগষ্ট তৃনমূল ছাত্র পরিষদের ভার্চুয়াল জনসভায় ঘোষণা করেন, কামতাপুরী ভাষায় পঠন-পাঠন চালু করার জন্য বইপুস্তক প্রস্তুত করে ফেলেছে সরকার, সাথে কিছু অফিশিয়াল কাগজপত্রের কাজ বাকি আছে, সম্পুন্ন হলে উত্তরবঙ্গ সফরে এসে তিনি সেগুলো কামতাপুরী ভাষা আকাদেমির হাতে তুলে দেবেন। আর এই বিষয়ে জনগণকে সজাগ করতে কেপিপি মরিয়া হয়ে মাঠে প্রচারে নেমে পড়েছে। আজকের পথসভায় কেপিপি এর জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি বিমল বর্মন জানান মূখ্যমন্ত্রীর পঠন-পাঠন চালু করার উদ্দোগকে আমরা কেপিপির পক্ষ থেকে সাধুবাদ জানাই। সাথে তিনি এও অনুরোধ জানান যে যাতে মূখ্যমন্ত্রী দ্রুত উত্তরবঙ্গে এসে আগামী পঠন-পাঠন চালু করার বিষয় দ্রুত পদক্ষেপ নিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *