কেপিপি-র কোচবিহার জেলা কমিটি গঠিত, সভাপতি অনিল বর্মন; বিধানসভা নির্বাচনের আগেই সংগঠন জোরদারে তৎপর বুদারু রায়

কোচবিহার: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সংগঠন মজবুত করতে কোমর বেঁধে মাঠে নেমেছে কামতাপুর প্রগ্রেসিভ পার্টি (কেপিপি)। আজ কোচবিহারের ডেকোরেটর অ্যাসোসিয়েশন ভবনে কেপিপি-র কোচবিহার জেলা কমিটি গঠিত হল। দলের কেন্দ্রীয় সভাপতি বুদারু রায়ের উপস্থিতিতে একটি আট সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠিত হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন অনিল বর্মন, সম্পাদক হলেন বকুল বর্মন, সহ-সভাপতির দায়িত্ব পেলেন বাপ্পা বর্মন, প্রচার সম্পাদকের দায়িত্বে নারায়ণ বর্মন এবং কোষাধক্ষ্য নির্বাচিত হয়েছেন শেফালী বর্মন।

এই অনুষ্ঠানে সভাপতি বুদারু রায় ছাড়াও উপস্থিত ছিলেন অভিজিৎ রায় সহ নবনিযুক্ত জেলা কমিটির সদস্যরা। সভায় উঠে আসে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও রাজনৈতিক রূপরেখার দিকনির্দেশ।

উল্লেখযোগ্য যে, কেপিপি দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গের বৃহৎ জনগোষ্ঠী রাজবংশী ও কামতাপুরী মানুষের ভাষা, সংস্কৃতি এবং ভূমি রক্ষার দাবিতে আন্দোলন করে আসছে। দলটির মূল লক্ষ্য আলাদা কামতাপুর রাজ্য প্রতিষ্ঠা করা হলেও তারা কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রেখেই রাজনৈতিক পথ অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *