কেরালার শ্রমিক থেকে সেনাবাহিনীর এসআই হলেন ঘোকসাডাঙ্গার চিরঞ্জিত বর্মন
বিদ্যুৎ কান্তি বর্মন,ঘোকসাডাঙ্গা:
কেরালায় কর্মরত শ্রমিক ভাগ্যের চাকা পরিবর্তন করে হয়ে উঠলেন এসআই। জানা যায় ক্লাস ফাইভ থেকেই বাবা-মার কাছ থেকে দূরে গিয়ে একঘরে ঠাকুমা কাছে বড় হয়ে ওঠে চিরঞ্জিত বর্মন। উচ্চমাধ্যমিক শেষে পরিবারের হাল ধরতে কেরালায় দিনমজুরের কাজ করতে যায় কোচবিহার জেলার ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত চৈতন্যের হাট এলাকার বাসিন্দা চিরঞ্জিত বর্মন। আর সেখান থেকেই ভাগ্যের চাকা বদলে কেরালার শ্রমিক থেকে দেশের সেবা নিজেকে নিয়োজিত করে হয়ে উঠেন ভারতীয় সেনাবাহিনীর সি.আই.এস.এফ হেড কনস্টেবল।দীর্ঘ চার বছর নিস্টার সাথে সি.আই.এস.এফ হেড কনস্টেবল পদ সামলে গত ২১এপ্রিল সি.আই.এস.এফ ৫৭নং ব্যাটেলিয়ান এর এস আই পদে যোগদান করেন চিরঞ্জিত বর্মন।গরিব ঘরের ছেলের এই সাফল্যকে অনেক এলাকাবাসী সাধুবাদ জানিয়ে বলেন-নিচের প্রতি ভরসা আর সাহস থাকলে সব কিছু বাস্তবায়িত করা সম্ভব ।আমরা এলাকাবাসী হিসাবে দেশের নাগরিক হিসেবে গরিব ঘরের ছেলে চিরঞ্জিত কে দেশের সেনার বড় পদ পেয়েছে এটা যেমন গর্বের তেমনি সেই খবর পেয়ে আমরা এলাকাবাসী হিসাবেও সত্যিই আনন্দিত।
এ বিষয়ে সদ্য এসআই পদে নিযুক্ত সি আই এস এফ এর জওয়ান চিরঞ্জিত বর্মন জানান ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত জীবন চার বছরের এত তাড়াতাড়ি এত বড় প্রমোশন পাব তা সত্যি ভাবতে পারেনি ।আপনারা সবাই আশীর্বাদ করবেন আমি যেন ভালোমতো আমার দায়িত্ব কর্তব্য পালন করতে পারি ।