কোচবিহারে মুখ্যমন্ত্রীর জনসভা বয়কটের ডাক দিলেন কেএলও প্রধান জীবন সিংহ

কোচবিহার: কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (কেএলও)-এর প্রধান জীবন সিংহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহারের জনসভা বয়কটের ডাক দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।

ভিডিওতে জীবন সিংহ দাবি করেন, আগামী ৯ ডিসেম্বর কোচবিহারের রাসমেলা মাঠে মুখ্যমন্ত্রীর জনসভা বয়কট করা হবে। তাঁর অভিযোগ, কলকাতা থেকে পরিচালিত রাজ্য সরকার রাজবংশী সম্প্রদায়ের ওপর নির্যাতন চালাচ্ছে।

তিনি গতকাল রাসমেলা মাঠে বিভিন্ন রাজবংশী সংগঠনের যৌথ আমরণ অনশন কর্মসূচিতে পুলিশের বাধাদানের চেষ্টার প্রতিও ক্ষোভ প্রকাশ করেন।

জীবন সিংহের এই বক্তব্যের প্রেক্ষিতে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “ওর কথার কোন দাম নেই। কোন রাজবংশী মানুষ ওর কথা শুনবে না। ওর যদি এতই দম থাকে তবে বাইরে আসুক এবং রাজনীতির কথা বলুক।”

মন্ত্রী উদয়ন গুহ আরও বলেন, “ওর নাম জীবন সিংহ, কিন্তু আসলে সে শিয়াল – শুধু হুক্কা-হুয়া করে। আগামী ৯ ডিসেম্বর রাসমেলা মাঠে মুখ্যমন্ত্রীর জনসভায় সবচেয়ে বেশি রাজবংশী মানুষ উপস্থিত থাকবে। কারণ মুখ্যমন্ত্রী রাজবংশী জনজাতির উন্নয়নে অনেক কিছু করেছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *