কোচবিহার জেলায় ৫৬ জন শিক্ষকের ব্যক্তিগত তথ্য চেয়ে স্কুলগুলিকে নোটিশ করায় চাঞ্চল্য শিক্ষা মহলে
কোচবিহার জেলায় বিভিন্ন স্কুলে কর্তব্যরত স্কুল শিক্ষকদের মধ্য থেকে জেলার ৫৬জন শিক্ষকের তথ্য চেয়ে পাঠালেন রাজ্য শিক্ষা দপ্তর। জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি শীতলকুচি ব্লকেও ছ’জন শিক্ষকের নামে তাদের তথ্য চেয়ে পাঠালো শিক্ষা দপ্তর। শীতলকুচি ব্লকের ভাঐর থানা হাই স্কুল, খলিসামারি পঞ্চানন স্মৃতি বিদ্যাপীঠ এবং শীতলকুচি গোপীনাথ হাই স্কুল এই তিনটি স্কুলের শিক্ষকদের মধ্য থেকেই মোট ছয়জনের নামে তথ্য চেয়ে পাঠিয়েছেন বলে জানা গেছে।