কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ব বিদ্যালয়ের সমাবর্তনে ঘোকসাডাঙ্গা মহাবিদ্যালয়ের ৬ স্বর্ন পদক এবং ৫ রৌপ্য পদক
পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা, ৪ ফেব্রুয়ারী : শনিবার অনুষ্ঠিত হলো কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ব বিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান । কোচবিহার উৎসব অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য দেব কুমার মুখার্জী সহ বিভিন্ন মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ গণ। এই দিন এই সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে সর্বোচ্চ নাম্বার প্রাপকদের সম্মান জানানো হয়। সেই নিরিখে ঘোকডাঙ্গা মহাবিদ্যালয়ের ৬ জন কৃতি ছাত্র ছাত্রী তথা বাংলায় অজিত দাস, শিক্ষা বিজ্ঞানে পার্থ রায় ও সুবর্ণা গুহ, ইতিহাস তিথি বর্মন, সংকৃত রাখিমন বর্মন, ইংলিশ দিলদার হোসেন স্বর্ন পদক লাভ করেন। এ ছাড়াও আরো পাঁচ পড়ুয়া রৌপ্য পদক লাভ করেন বলে মহাবিদ্যালয় সূত্রে জানা যায়। এ বিষয়ে ঘোকসাডাঙ্গা মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ সহদেব রায় জানান, আমাদের কলেজের ছাত্র ছাত্রীরা প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করায় খুবই গর্ববোধ করছি। ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি। মাথাভাঙ্গা ২ ব্লকের প্রত্যন্ত গ্রাম ঘোকসাডাঙ্গা, আর এই মহাবিদ্যালয়ের ছত্র ছাত্রীরা জেলায় প্রথম দ্বিতীয় স্থান অর্জন করায় খুশির হওয়ায় বইছে ছাত্র ছাত্রী এবং অভিভাবক মহলে।