কোচবিহার বইমেলাত মহারাজা জিতেন্দ্র নারায়ণের ফটোত লেখা মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপবাহাদুরের নাম
কোচবিহার: কোচবিহার বইমেলার মাঠ’ত লাগানো হয় মহারাজা জিতেন্দ্র নারায়ণ এর বড়সড় ফটো। কিন্তু ফটোর নিচত লেখা আছে মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপবাহাদুর। দি কুচবিহার রয়্যাল ফ্যামিলির পক্ষ থাকি এই বিষয়ে অভিযোগ করা হয় যে, কোচবিহার বইমেলার মাঠ’ত মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা আর রাজা রামমোহন রায়ের মইধ্যত মহারাজার যে ফটো লাগানো হইসে সেই ফটো আসলে মহারাজা জিতেন্দ্র নারায়ণের। কিন্তু সেই ফটোর নিচত লেখা মহারাজা জীতেন্দ্র নারায়ণ ভূপবাহাদুর। বিতা বছরের বইমেলাতো এই নাখান ভূল করে জেলা বইমেলা কমিটি। এই বছরের ভূল নিয়া কুচবিহার রয়্যাল ফ্যামিলির পক্ষ থাকি অভিযোগ করা হয় কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ানেরটে। কুচবিহার রয়্যাল ফ্যামিলির পক্ষ থাকি কুমার জিতেন্দ্র নারায়ণ জেলা শাসক পবন কাদিয়ানেরটে অভিযোগ করেন। অভিযোগ করা হয়, কুচবিহারের মহারাজা আর রাজপরিবারের সাথে কুচবিহারবাসীর আবেগ জড়িত। সেই আবেগ নিয়া এই ধরনের ভূল করা উচিত নোহয়। বিতা বছর এই মতন ভূল করে, সেই ভূল থাকি শিক্ষা নেয় নাই বইমেলা কমিটি।