কোচবিহার সফর’ত নারায়ণী সেনা রেজিমেন্ট নিয়া ঘোষণা করির পারেন অমিত শাহ
কোচবিহার সফরত আসি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করির পারেন নারায়ণী সেনা রেজিমেন্ট নিয়া। সূত্রের খবর, প্যারা মিলিটারি ফোর্স এর অন্তর্ভুক্ত হবে নারায়ণী সেনা রেজিমেন্ট। কোচবিহার এর রাসমেলার মাঠ’ত অমিত শাহের যে সভা হবে সেই সভা থাকি অমিত শাহ ঘোষণা করির পারেন যে প্যারা মিলিটারি ফোর্সের ভিতর নারায়ণী সেনা রেজিমেন্ট থুবার বিষয়ে। তবে ব্যাগল ভাবে নারায়ণী সেনা রেজিমেন্ট গড়নের ব্যাপারে এলাও অব্দি ভাবনা চিন্তা প্রকাশ করা না হৈলেও প্যারা মিলিটারি ফোর্সের অন্তর্ভুক্ত হইলেও নারায়ণী সেনা রেজিমেন্ট’ত উত্তরবঙ্গ আরহ আসামের রাজবংশী সমাজের মানষির ভিতিরাত খুশির খবর আনি দিল বুলি খবর। তবে সচেতন রাজবংশী সমাজ মনে করেছে, নারায়ণী ব্যাটেলিয়ন বা নারায়ণী সেনা রেজিমেন্ট গড়নের যে সদিচ্ছা প্রকাশ করা হইসে তা ভোট বাক্সের পাখে নজর দিয়া করা হইসে এই বিষয়ে সন্দেহ নাই, কারণ পুলিশ বা সেনা বাহিনী গড়নের কথা ঠিক যেমন ভোটের মুখ’ত করা হৈল্ তেমনি এই দুই বাহিনীত পরীক্ষা, নিয়োগের ব্যাপারে কোন ঘোষণা করা হবে কিনা এই বিষয়ে সন্দেহ আছে।
জিসিপিপি দাবি করি আইসেছে নারায়ণী রেজিমেন্টের, কিন্তু সেই দাবি পূরণ হয় নাই। জানা গেইসে অমিত শাহ কোচবিহার সফরত সেই ঘোষণা করিবেন।