কোচ রাজবংশী, কামতাপুরী জাতীয় দল সংগঠনের যৌথ উদ্যোগে মাথাভাঙ্গাতে অনশন কর্মসূচি
মাথাভাঙ্গা: অন্যান্য স্থানের পাশাপাশি মাথাভাঙ্গাতেও শুরু হলো অনশন কর্মসূচি। কোচ রাজবংশী, কামতাপুরী জাতীয় দল সংগঠনের যৌথ উদ্যোগে এই অনশন। এদিন মাথাভাঙ্গা রেলস্টেশনের সামনে এই গণ অনশন কর্মসূচি শুরু করা হয়।জানা গেছে ৩ দফা দাবিতে এই অনশন কর্মসূচি।দাবি গুলোর মধ্যে রয়েছে
- সংবিধানের কাঠামোর মধ্যে পূর্ণাঙ্গ পৃথক কামতাপুর বা বৃহত্তর কোচবিহার রাজ্যের পুনর্গঠন।
- অসম, উত্তরবঙ্গ ও বিহারে বসবাসকারী কোচ–রাজবংশী সম্প্রদায়ের জন্য তফসিলি উপজাতি (ST) মর্যাদা।
- কামতাপুরী (রাজবংশী) ভাষার অষ্টম তপশিলে সাংবিধানিক স্বীকৃতি এবং জীবন সিংহের সঙ্গে কেন্দ্রীয় সরকারের শান্তি চুক্তি দ্রুত সম্পন্ন।
অনশন মঞ্চ থেকে আন্দোলনকারীরা জানান,
“আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্যই এই ১০০ ঘণ্টার হাংগার স্ট্রাইক। সরকার আমাদের দাবি পূরণ না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।
কোচ রাজবংশী, কামতাপুরী জাতীয় দল সংগঠনের যৌথ উদ্যোগে মাথাভাঙ্গাতে অনশন কর্মসূচি
