কোভিড আক্রান্ত হলেন রায়গঞ্জ পৌরসভার কাউন্সিলার
তন্ময় দাস, উত্তর দিনাজপুর: কোভিড আক্রান্ত হলেন রায়গঞ্জ পুরসভার কাউন্সিলর পুস্পা মজুমদার। এবছরের ১৫ই আগস্ট ৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে উত্তর দিনাজপুরে রায়গঞ্জের ঘড়ি মোড়ে যে ১০৫ ফুট উঁচু জাতীয় পতাকা উত্তোলন করা হয় রায়গঞ্জ পৌরসভার পৌর এলাকার সকল কাউন্সিলর সহ পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সেখানে উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পুস্পা মজুমদার। তার কোভিড টেস্ট করানো হয়, রিপোর্ট পজিটিভ আসাতেই চাঞ্চল্য তৈরি হয় রায়গঞ্জ পৌরসভায়। আক্রান্ত কাউন্সিলারকে রায়গঞ্জ কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাউন্সিলারের সংস্পর্শে আসা গাড়ির চালক ও আর এক সহকারীর রিপোর্ট পজিটিভ আসায় তাদেরও গতরাতে কভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে।