ক্যান্সারে আক্রান্ত হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

সুবল গোপ,চোপড়া:- ক্যান্সারে আক্রান্ত হয়ে এক শিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া চোপড়ার বাউড়িগছ এলাকায়। পরিবার সূত্রে জানা যায় উদয় শংকর রায় নামের ওই শিক্ষক চোপড়া উত্তর চক্রের মাঝিয়ালি অঞ্চলের সোলদিঘি মুনিয়া গছ প্রাথমিক বিদ্যালযে ১৯৮৩ সাল থেকে শিক্ষকতা করে আসছেন। তিনি ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে ছিলেন। তার বাড়ি চোপড়া ব্লকের মাঝিয়ালি অঞ্চলের দক্ষিণ বাউরি গছ গ্রামে। তিনি দীর্ঘ দুই মাস ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। তার এক নিকট আত্মীয় কার্তিক সিনহা জানান, দুমাস আগে তার ক্যান্সার ধরা পড়লে দার্জিলিং জেলার রানিডাঙ্গা ক্যান্সার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়াও পরিবারের পক্ষ থেকে তাকে বাঁচাতে চেন্নাইতে ও নিয়ে যাওয়া হয়েছিল। শেষ পর্যন্ত মঙ্গলবার রাত্রে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে ওই শিক্ষকের বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি মৃত্যুকালে রেখে গেলেন স্ত্রী এবং এক পুত্র ও এক কন্যা কে। শিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া ওই এলাকায়। পরিবারের কর্তা ও শিক্ষকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী হিমানি সিনহা রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *