ক্যামেরা বন্দি ব্ল্যাক প্যান্থার
নিউজ ডেস্ক, আলিপুরদুয়ার: বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে হদিস মিলল ব্ল্যাক প্যান্থারের। আলিপুরদুয়ার বক্সায় বন দপ্তরের পাতানো ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে পুরুষ ব্ল্যাক প্যান্থারের উপস্থিতি। বন দপ্তরের দাবি খুব সম্প্রতি এই ছবি ক্যামেরায় ধরা পড়ে। স্বাস্থ্যবান ও পূর্ণ বয়সের প্যান্থার এটি। এর আগেও বক্সায় ব্ল্যাক প্যান্থারের ছবি ধরা পড়ে, তবে এতটা কাছ থেকে ছবি ধরা পড়েনি আগে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, বক্সায় ব্ল্যাক প্যান্থারের এত কাছের ছবি এই প্রথম ধরা পড়ল। বনকর্তারা অবশ্য খোলসা করে বলতে চাননি বক্সার কোন এলাকায় ব্ল্যাকমেইল প্যান্থারের ছবি ধরা পড়েছে। তারা জানিয়েছেন, বুনো জন্তুর নিরাপত্তার কারণে বক্সা ব্যাঘ্র প্রকল্পের যে জায়গায় ব্ল্যাক প্যান্থার পাওয়া গিয়েছে তার নাম প্রকাশ করা যাবেনা।
উত্তরবঙ্গের ডুয়ার্স ও তরাইয়ের জঙ্গলে ব্ল্যাক প্যান্থারের অস্তিত্ব হারিয়ে গিয়েছে মনে করা হয়েছে। তবে বিলুপ্তপ্রায় এই বুনো পশুর ছবি দেখার পর উচ্ছসিত জেলার বনকর্তারা। এর আগে পাহাড়েও ব্ল্যাক প্যান্থারের দেখা মেলে।