ক্রান্তিতে দুয়ারে সরকার
মহম্মদ রাসেল,ক্রান্তি:সারা রাজ্যে দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প ।এবারে ক্যাম্পে গতবারের থেকে অনেক নতুন বিষয় চোখে পড়েছে।সেই মতো আজকে ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার চা বাগান অধ্যুষিত আনন্দুপুর চা বাগানে অনুষ্টিতে দুয়ারে সরকার ক্যাম্পে দেখা গেলো মেডিক্যাল ক্যাম্প ,আর সেই ক্যাম্পে দুয়ারে সরকারে আগত মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং কি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।এলাকার এ এন এম মৌমিতা মোহন্ত বলেন আমরা দুয়ারে সরকারে যারা আসছেন তাদের শারীরিক পরীক্ষা বি পি চেক আপ, চক্ষু পরীক্ষা,এবং বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ওজন ,পুষ্টি,পরীক্ষা করা হচ্ছে।রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত দুয়ারে সরকারের সহকারী নোডাল অফিসার অনুতোষ দত্ত জানালেন ক্রান্তি বি ডি ও মাননীয় প্রবীর কুমার সিনহা মহাশয় নির্দেশ গ্রাম পঞ্চায়েত এলাকার প্রতিটি দুয়ারে সরকার ক্যাম্পে মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে, দুয়ারে সরকারে উপভোক্তা ছাড়াও বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের স্বাস্থ পরীক্ষা করা হচ্ছে,এবং ভালোই সারা পাওয়া যাচ্ছে। দুয়ারে সরকার ক্যাম্পে মেডিক্যাল ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষার সুবিধা পেয়ে এলাকার মানুষ খুবেই খুশি।