ক্রান্তি বাজারে কংগ্রেসের মিছিল
মহম্মদ রাসেল, ক্রান্তি: ছাত্র নেতা, দলীয় কাউন্সিলর সহ রামপুরহাট ঘটনার প্রতিবাদ জানিয়ে মিছিল করল কংগ্রেস। শনিবার মাল ব্লক কংগ্রেসের উদ্দ্যেগে ক্রান্তি বাজারে মিছিল বের হয়। মিছিল নেতৃত্বে ছিলেন ব্লক সভাপতি যোগেন সরকার।