ক্লাবের পক্ষ থেকে দুস্থ প্রতিবন্ধীকে ট্রাই সাইকেল এবং মশারী বিতরণ।
পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা, ৮ জুন :- এক জনের দুটো পা নেই অপরজনের নেই একটি পা তারা যেতে পারে না বাড়ির বাইরে । অভাবের সংসারে টাকার অভাবে কিনতে পারে না ট্রাই সাইকেল । এমন দুইজন ব্যক্তিকে কুশিয়ার বাড়ী সমাজ সেবক বুলেট একাদশ ক্লাবের পক্ষ থেকে দেওয়া হলো ট্রাই সাইকেল এবং এলাকার প্রায় ২০ টি পরিবারকে দেওয়া হলো মশারী। বৃহস্পতিবার এই বিষয়ে কুশিয়ার বাড়ী সমাজ সেবক বুলেট একাদশ প্রাঙ্গণে একটি অনুষ্ঠান করা হয়। উপস্থিত ছিলেন ঘোকসাডাঙ্গা থানার ওসি অজিত কুমার শা, লতাপাতা গ্রাম পঞ্চায়েত প্রধান বিনোদা বর্মন সহ অন্যান্যরা। জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে কুশিয়ার বাড়িতে সমাজ সেবক বুলেট একাদশ ঐতিহ্য বাহী রাস মেলার আয়োজন করে থাকেন । এছাড়াও সারাবছর দুঃস্থ ব্যক্তিদের পাশে দাড়ান। বৃহস্পতিবার এলাকার দুঃস্থ দুই প্রতিবন্ধী রমেন বর্মন এবং বিনন্দ বর্মন যাদের এক জনের দুটো পা নেই অন্য জনের একটি পা নেই তাদের হাতে ট্রাই সাইকেল তুলে দেওয়া হয়। এ ছাড়াও এলাকার ২০ জন দুঃস্থ মানুষকে মশারী তুলে দেওয়া হয়। এ বিষয়ে সমাজ সেবক বুলেট একাদশের সম্পাদক আকাশ রায় জানান, আমরা সারা বছর দুঃস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করি তারই অঙ্গ হিসেবে আজ দুই জন প্রতি বন্দীকে ট্রাই সাইকেল এবং প্রায় ২০ জনকে ঘোকসাডাঙ্গা ওসি অজিত কুমার শা এর হাত দিয়ে মশারী প্রদান করা হলো।