ক্ষতিগ্রস্ত দলীয় কার্যালয পরিদর্শনে বিধায়ক, এলাকায় প্রতিবাদ মিছিল
(কোচবিহার) বক্সিরহাট:: পৌরসভা নির্বাচনের ফল ঘোষণার পর তুফানগঞ্জ পৌরসভায় ১২ তে ১২ আসনেই জয়ী হয় তৃণমূল।ঐদিন তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত শালবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের নাগুরহাটে তৃণমূলের বিজয় মিছিলকে কেন্দ্র করে বুধবার ভাঙচুর করাহয় বিজেপির দলীয় কার্যালয়। তালা ঝুলিয়ে দেওয়াহয় এক বিজেপি কর্মীর সেলুনের দোকান। উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী, গ্রেফতার করা হয় 10 জন তৃণমূল কর্মীকে।
বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ নাগুরহাটে সেই ক্ষতিগ্রস্ত দলীয় কার্যালয় পরিদর্শনে এলেন তুফানগঞ্জ বিধানসভার বিজেপির বিধায়ক মালতি রাভা রায়। দলীয় কার্যালয় পরিদর্শনের পাশাপাশি, বিধায়কের নেতৃত্বে এক প্রতিবাদ মিছিল বের করে বিজেপির কর্মী-সমর্থকেরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা ঘটনার তীব্র নিন্দা করেন বিজেপি বিধায়ক মালতি রাভা রায়। পাশাপাশি 1 বিজেপি কর্মীর দোকান বন্ধ করে দেওয়ার ঘটনা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।