ক্ষুদিরাম পল্লীর যুবকদের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অপু দেবনাথ,হলদিবাড়ি: হলদিবাড়ি শহরের ক্ষুদিরাম পল্লী এলাকার বেশ কিছু যুবকদের উদ্যোগে শনিবার হলদিবাড়ি ব্লকের গৌরচন্ডীর বর্ডার সংলগ্ন এলাকায় প্রত্যেক বছরের মতো এ বছরও অসহায় ও দরিদ্রদের মাঝে শীতকালীন বস্ত্র বিতরণ করা হয়েছে। শীতের আগমনের সাথে সাথে এলাকার অসহায় ও দরিদ্রদের মাঝে শীত যেন অভিশাপ হয়ে এসে দাঁড়ায় । যেখানে তারা দুবেলা দুমুঠো ভাত জোগার করতে হিমশিম খায় । সেখানে শীত কাপড় জোগার করা তাদের কাছে যেন আকাশ কুসুম কল্পনা । এইরকম অসহায়দের কথা চিন্তা করে ক্ষুদিরাম পল্লী এলাকার বেশ কিছু যুবকদের উদ্যোগে বিভিন্ন গ্রামে শহরে ঘুরে অপেক্ষাকৃত ভালো মানের ব্যবহৃত শীতের কাপড় সংগ্রহ করে তারা । শনিবার সেই সমস্ত শীত বস্ত্রগুলো বিতরণ করে অসহায় ও দরিদ্রদের মাঝে । এইদিন হলদিবাড়ি শহরের ক্ষুদিরাম পল্লী এলাকার যুবক দের মধ্যে উপস্থিত ছিলেন পিকো রাজ দে , অভ্রদীপ ঘোষ , অরিন্দম দে , অর্ক কর , সাগ্নিক ঘোষ , রিক সরকার সহ অন্যান্যরা। এদিন পিকো রাজ দে বলেন প্রত্যেক বছরের মতো এ বছরও অসহায় গরীবদের জন্য কিছু করতে পেরে তিনি সত্যিই আনন্দিত । ভবিষ্যতেও এইরকম কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি । এছাড়াও শীতের কাপড় দিয়ে যারা সহযোগিতা করেছেন এবং স্বেচ্ছাসেবী হিসেবে যারা কাজ করছেন তাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।