ক্ষৌরকারদের সঙ্গে বৈঠক গৌতম দেবের

শিলিগুড়ি: ক্ষৌরকারদের উত্তরকন্যায় ডেপুটেশন নিয়ে বৈঠক মন্ত্রী গৌতম দেবের। উল্লেখ করতে হবে যে, গত ২৪শে ডিসেম্বর একগুচ্ছ দাবি নিয়ে উত্তরকন্যা অভিযান করে ডেপুটেশন জমা দেন ক্ষৌরকাররা। সোমবার নতুন বছরের শুরুতে কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিদলের সাথে শিলিগুড়ির দপ্তরে বৈঠক সারলেন পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের মন্ত্রী গৌতম দেব। এদিন সমিতির কেন্দ্রীয় কমিটির তরফে ৮ জনের একটি প্রতিনিধি দল ভারপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে ২৪ শে ডিসেম্বরের ডেপুটেশন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। বৈঠকে মন্ত্রী গৌতম দেব বলেন আগামী ৮ জানুয়ারি এবিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কথা বলবেন। তাদের দাবিদাওয়া সংক্রান্ত বিষয়ে জানাবেন। পরবর্তীতে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সে বিষয়ে তিনি প্রতিনিধি দলকে জানাবেন বলে আশ্বস্ত করেন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মুখ্য উপদেষ্টা অমল রায়, অ্যাডভাইজার গৌরাঙ্গ শর্মা,সহ সভাপতি হরেকৃষ্ণ শর্মা, সম্পাদক তপন কুমার বিশ্বাস, রনজিৎ শীল, বিধান রায় সহ প্রমুখ নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *