খগেশ্বর মন্ত্রী হতে না পারায় হতাশ কর্মীরা
রায়গঞ্জ: জয়ের আনন্দ ম্লান হয়ে গেছে খগেশ্বর রায় মন্ত্রিত্ব না পাওয়ায়। কয়েকদিন ধরে কর্মীরা আশায় বুক বেঁধেছিলেন এবার হয়তো খগেশ্বর রায় মন্ত্রী হবেন। কারণ হিসেবে তারা বলছিলেন খগেশ্বর বাবু জলপাইগুড়ি জেলায় প্রথম তৃণমূলের বিধায়ক তথা পরপর চারবার তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া অন্যতম কারণ ছিল এবারের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের তিন মন্ত্রী পর্যটন মন্ত্রী গৌতম দেব, উত্তর বঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন পরাজিত হয়েছেন। উত্তরবঙ্গ থেকে পুরনো বিধায়ক হিসেবে ওই মন্ত্রীদের শূন্যস্থান পূরণ করবেন তিনি এই আশায় ছিলেন রাজগঞ্জের তৃণমূল কর্মী সমর্থকরা। কিন্তু গতকাল মন্ত্রী তালিকা প্রকাশিত হতেই হতাশা গ্রস্থ হয়ে পড়েন তারা। হতাশা ব্যক্ত করে সন্ন্যাসী ঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি রওশন হাবিব বলেন, বাসায় ছিলেন খবর কাকু মন্ত্রী হবেন। কিন্তু মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি যেটা ভালো বুঝেন সেটাই করেছেন। তারা হতাশাগ্রস্ত হলেও দিদির সৈনিক এবং তৃণমূলের হয়ে কাজ করে যাবেন বলে জানান তিনি।