খগেশ্বর রায়কে মন্ত্রী হিসেবে দেখতে চানরাজগঞ্জের তৃণমূল কর্মীরা

রামপ্রসাদ মোদক, রাজগঞ্জ, ৩ মে: রাজগঞ্জের জোর জল্পনা মন্ত্রী হচ্ছেন খগেশ্বর। এই জল্পনাকে উস্কে দিয়েছেন রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধান রায়। তিনি বলেন তিনি ১০০ শতাংশ আশাবাদী চার বারের বিধায়ক হিসেবে এবার খগেশ্বরবাবু মন্ত্রী হচ্ছেন। বিধানবাবু বলেন উত্তরবঙ্গের তিন হেভিওয়েট মন্ত্রী গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ, বিনয় কৃষ্ণ বর্মন পরাজিত হয়েছেন। সে ক্ষেত্রে সেই শূন্যস্থান পূরণ করতে গেলে খগেশ্বর বাবু অনেকটাই এগিয়ে থাকবেন। রাজগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে পরপর চারবার বিধায়ক নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের খগেশ্বর রায়। কবে শোর বাবুর জয়যাত্রা ২০০৯ সালে উপ নির্বাচনের মধ্য দিয়ে। এরপর ২০১১, ২০১৬ এবং সদ্য অনুষ্ঠিত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি জয়লাভ করেছেন। গত তিনটি বিধানসভা নির্বাচনে তিনি সিপিএমের বিরুদ্ধে লড়াই করে জয়া শীল করলেও এবার তার মূল প্রতিদ্বন্দ্বী ছিল বিজেপি। গত তিনটি বিধানসভা নির্বাচনের থেকে এবার সামান্য হলেও বেশি ভোটে জয়লাভ করেছেন খগেশ্বর বাবু। গত বিধানসভা নির্বাচনে যেখানে সাড়ে ১৪ হাজার ভোটে জয়লাভ করেছিলেন এবার সেখানে জয়ের ব্যবধান ১৫৭৭৩। এছাড়া খগেশ্বর বাবু জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানও।

খগেশ্বর বাবু মন্ত্রী হচ্ছেন এই আশায় বুক বেধেছেন তৃণমূল কর্মীরা। সুখানি তৃণমূল কংগ্রেস অঞ্চল কমিটির সভাপতি অরিন্দম ব্যানার্জি বলেন, খগেশ্বর কাকু বিধায়ক হিসেবে রাজগঞ্জ এলাকায় যথেষ্ট উন্নয়ন করেছেন। তিনি যদি মন্ত্রী হন তাহলে রাজ্যের সঙ্গে সঙ্গে রাজগঞ্জ ব্যাপক উন্নয়ন হবে। একই কথা বলেছেন সন্ন্যাসী কাটা অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি রওশান হাবিবও। তিনি বলেন তারা আশায় বুক বেধেছেন এবার খগেশ্বরবাবু মন্ত্রী হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *