খবর পেয়ে ছুটে আসলেন জলপাইগুড়ির সাংসদ ডঃ জয়ন্ত রায়
নিউজ ডেস্ক, শিলিগুড়ি: ডাবগ্রামের বিভিন্ন এলাকা ঘুরে পরিদর্শন করলেন জলপাইগুড়ি জেলার সাংসদ ডাঃ জয়ন্ত রায়।সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে এখান থেকে আমার কাছে খবর যায় যে এই এলাকা বন্যা কবলিত, খবর পেয়ে ছুটে এসে দেখতে পেলাম যে এলাকায় জল নিকাশি ব্যবস্থা নেই। এলাকার বাসিন্দারা জানান প্রতিবছর সমস্যায় পড়তে হয় এবং তৃণমূল সরকার ভোটের আগে প্রতিশ্রুতি দেয়েছিল এলাকায় বাঁধ করে দেওয়া হবে, ভোটে জেতার পরও সমস্যা রয়েছে সমাধান করার চেষ্টা করেননি এলাকার বিধায়ক। এই বাঁধ নির্মাণ না হলে বিজেপি আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন। সাধারণ মানুষের সমস্যার কথা সংবাদ মাধ্যমের দ্বারা জেলা শাসকের কাছে পৌঁছে দিতে চাই, অবিলম্বে এখানকার মানুষের সমস্যার সমাধান করা হোক। দুদিন আগে এক পঞ্চায়েতের বাড়িতে এলাকার বাসিন্দারা অভিযোগ জানাতে গিয়েছিল তখন পঞ্চায়েত বলেছেন বিরোধীদের চক্রান্ত, এই বিষয়ে সাংসদ জানান এলাকায় মানুষ অভিযোগ জানালেই তাঁরা বিরোধী, তাদের জেলে ভরো, মিথ্যা মামলায় ফাঁসানো এটাই এই তৃণমূল সরকারের চক্রান্ত বলে দাবি।