খালপাড়ার একটি বাড়ির গোডাউন থেকে উদ্ধার নিষিদ্ধ প্লাস্টিক
শিলিগুড়ি : জানা যায় এক ব্যবসায়ী নিষিদ্ধ ক্যারিব্যাগের ব্যবসা চালাচ্ছিল,নাম অরুন কুমার গোয়েল। বিষয়টি জানতে পারার পর পুরসভার কর্মীকে নজরদারি করার জন্য পাঠানো হয় খালপাড়া এলাকায়। সেখানে গত সোমবার গোডাউন থেকে ভ্যানে করে প্লাস্টিক ক্যারিব্যাগ বোঝাই করে অন্যত্র পাচার করছিলেন ওই ব্যবসায়ী। এই ঘটনা দেখবার পর প্লাস্টিক বোঝাই ভ্যানটিকে আটক করা হয় আটক করেন শিলিগুড়ি পুরসভার কর্মীরা।
সেই ভ্যান থেকে উদ্ধার করা হয় অন্ততপক্ষে তিন কুইন্টাল প্লাস্টিক ক্যারি ব্যাগ। জানতে পারা গেছে সেখানে থাকা ব্যবসায়ী সম্পূর্ণভাবে অসহযোগিতা করে পুরসভার কর্মীদের সাথে।
পাশাপাশি খালপাড়ার অবস্থিত থাকা সেই প্লাস্টিক বোঝায় গোডাউন সেদিন চাবির অভাবে খোলা সম্ভব হয়নি পুরসভার।
তবে গোডাউনে থাকা সমস্ত অবৈধ প্লাস্টিক ক্যারিব্যাগ সরকারি নিয়ম মেনে নিজেদের অধীনে নিয়ে গোডাউনটি সিল করে দেওয়া হয়।।
বুধবার সমস্থ পুর আইন মেনে সেই গোডাউন এর শাটার পুলিশের উপস্থিতিতে গ্যাস কাটার দিয়ে কেটে সেখান থেকে উদ্ধার হয় প্রায় সারে ৭ টন প্লাস্টিক ক্যারিব্যাগ।
