খুঁটি পুঁজা ময়নাগুড়িতে
বাপ্পা রায়, ময়নাগুড়ি: শুক্রবার ময়নাগুড়ি ব্লকের জয়গুরুহাট সৎসংঘ আশ্রমের খুটিপুজার মধ্যদিয়ে এবারের শারদীয়া দুর্গোৎসবের শুভ সূচনা হল। এদিন ক্লাব সদস্যদের উপস্থিতিতে রিতিমত খুটিপুজা উপলক্ষে ঢাকে কাঠি পড়লো আসন্ন পুজার। এবারে দশমতম বর্ষে পদার্পণ করল সৎসংঘ আশ্রমের গ্রামীন এই পুজাটি। শুরুর লগ্ন থেকেই সাড়ম্বরে পুজা হলেও কোভিড পরিস্থিতিতে কিছুটা কোনঠাসা হতে হয়েছে উদ্যোগতাদের। তবে ইচ্ছাশক্তিকে সম্পূর্ণ প্রাধান্য দিয়ে এবারেও দেবীর আরাধনায় খামতি রাখতে চাইছেন না তারা। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে স্বাস্থ্যবিধির ওপর নজর দেওয়া হবে বলে জানান হয় ক্লাবের তরফে।
পুজো কমিটির সভাপতি প্রাকাশ রায় বলেন,” এছর আমাদের ক্লাবের দশমবর্ষীয় পুজা। লকডাউন পরিস্থিতিতে আর্থিক সঙ্গতি না থাকলেও সকল সদস্যরা উদ্যোগী হয়ে মাতৃআরাধনায় ব্রতী হয়েছি। আশা রাখছি সাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে আমাদের পুজো সম্পর্ন হবে। প্রচুর মানুষের সমাগম হবে।