খুঁটি পূজার মাধ্যমে পূজা প্রস্তুতি শুরু করল সাহেবগঞ্জ আমরা ক-জন দুর্গাপূজা কমিটি

জানা গেছে এ বছর তৃতীয়তম বর্ষে পদার্পণ করতে চলেছে সাহেবগঞ্জ আমরা কজন দুর্গাপূজা কমিটির পূজা। দিনহাটার সীমান্ত এলাকার এই পূজাতে গত ২ বারের মতো এবারও দর্শনার্থীদের জন্য চমক থাকবে বলে জানিয়েছে পূজা কমিটি। এদিন খুঁটি পূজা সম্পন্ন হল। মূলত খেলাধুলার ভাবনায় এ বছর আকর্ষণ পাশাপাশি থিমের ক্ষেত্রেও অভিনব আলোকসজ্জা ও আকর্ষণ থাকবে বলে জানিয়েছেন পূজা কমিটির সভাপতি উজ্জ্বল তালুকদার। এদিন সকালে খুঁটি পূজার সময় কমিটির সভাপতি ছাড়াও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

দূর্গা পূজা কমিটির সভাপতি উজ্জ্বল তালুকদার বলেন, আজকে আমাদের খুঁটি পূজা সম্পন্ন হল। আমাদের এটা তৃতীয় বর্ষের পুজো। গত বছর আমাদের থিম ছিল করোনার উপরে। এ বছর আমাদের মন্ডপ শয্যায় বিশেষ আকর্ষণ আকর্ষণ রয়েছে। পাশাপাশি খেলাধুলার থিম এর উপরেও আমরা নজর দিয়ে একটা থিম তৈরি করছি। অর্থনৈতিক মন্দা পরিস্থিতির উপর চিন্তা করে এ বছর বাজেট খুব বেশি না হলেও গত দু’বছর যেই বাজেটে পূজা হয়েছে তার থেকে সামান্য কিছু বেশি বাজেটে এবারের পূজা হচ্ছে, আশা করি গত ২ বারের মত এবারও আমরা দর্শনার্থীদের ভালো পূজা উপহার দিতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *