খুলে দেওয়া হলো হাইট রেস্ট্রিকশন
সুব্রত রায়,ধূপগুড়ি,২৪ মে: প্রায় এক বছরের মাথায় আজকে ধূপগুড়ি ব্লকের গাদং ২ গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত শালবাড়ি গিলান্ডি ব্রিজের হাইট রেস্ট্রিকশন তুলে দেওয়া হল । উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে গিলান্ডি ব্রিজ দুর্বল হয়ে পড়ে এবং ভাড়ী যান চলাচল আটকাতে ব্রিজের দুইপাশে হাইট রেস্ট্রিকশন লাগানো হয়। তাই ধূপগুড়ি- ফালাকাটা রাস্তায় গাড়িগুলো শালবাড়ি, নতুনবাজার, বারহালিয়া, কথাপাড়া হয়ে অনেকটা ঘুরপথে চলছিল এবং ভাড়ী যান চলাচল করায় এই রাস্তার ক্ষতিও হচ্ছিল বলে অভিযোগ। অন্যদিকে হাইট রেস্ট্রিকশন থাকায় বেশ কয়েকটি গাড়ি দূর্ঘটনায় পড়েছিল । এমনকি গতমাসে একটি ফায়ার সার্ভিসের গাড়ি হাইট রেস্ট্রিকশনে আটকে পড়ে।