খেলোয়াড়দের মধ্যে গোল্ড মেডালিস্ট এবং ব্রোঞ্জ পদক

ভার্চুয়ালি থাইল্যান্ডে অনুষ্ঠিত তাইকোয়ান্দো টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল গত দুমাস আগে। সেই টুর্নামেন্টে ভারত, থাইল্যান্ড, ইরান মত কয়েকটি দেশ অংশগ্রহণ করেছিল। ভারতবর্ষ থেকে পদ্মশ্রী করিমুল হক কোচিং সেন্টার বিভিন্ন বিভাগে কয়েকজন খেলোয়াড় অংশগ্রহণ করেছিলেন। অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে সাতজন গোল্ড মেডালিস্ট এবং একজন ব্রোঞ্জ পদক পেয়েছেন বলে জানালেন তাদের কোচ ডঃ পিনাকী। জয়ী খেলোয়াড়দের হাতে আজকে পদ্মশ্রী করিমুল হকের উপস্থিতিতে তাদের কোচিং সেন্টার থেকে পদক এবং শংসাপত্র তুলে দেওয়া হয়।। এ বিষয়ে পদ্মশ্রী করিমুল হক তাইকোয়ান্দো কোচিং সেন্টারের কোচ ডঃ পিনাকী জানালেন, আমাদের এই কোচিং সেন্টার থেকে বয়সের ভিত্তিতে ৪টি বিভাগে অংশগ্রহণ করে ছয়টি স্বর্ণ পদকসহ একটি ব্রোঞ্জ পদক খেলোয়ার অর্জন করেছেন। আগামী দিনে সরকারি সহায়তা পেলে এই খেলোয়াড়েরা দেশের ভালো সুনাম অর্জন করতে পারে বলে তিনি আশা ব্যক্ত করেন। এ বিষয়ে পদ্মশ্রী করিমুল হক বলেন, খুবই গর্বের বিষয় যে আমার এখন থেকে বিনামূল্যের তাইকোয়ান্দো প্রশিক্ষণ দেওয়া হয় ,সেই কোচিং সেন্টার থেকে আন্তর্জাতিক স্তর থেকে পুরস্কার অর্জন করতে পেরে নিজেদের খুব গর্ব বোধ মনে হচ্ছে। খেলোয়াড়েরা পুরস্কার পেয়ে খুবই আনন্দিত।

ক্রান্তি থেকে এমডি রাসেলের রিপোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *