খোদ পুলিশ সুপারের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট, দাবি করা হচ্ছে টাকার, তদন্তে সাইবার ক্রাইম
তন্ময় দাস, উত্তর দিনাজপুর ঃ ফেসবুক এর ভুয়ো অ্যাকাউন্ট খোদ পুলিশ সুপারের নামে। এই দিন বিষয়টি চোখে আসতেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। ইতিমধ্যে সাইবার ক্রাইম ব্রাঞ্চ ফেসবুুুক সংস্থাকে ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ করা নির্দেশ দিয়েছে। জানা যায় পুলিশ সুপার সুমিত কুমারের নামে ভুয়ো অ্যাকাউন্ট থেকে টাকা চাওয়া হয় । সাধারণ মানুষকে সচেতন করতে নিজের সোস্যাল মিডিয়ার পেজ থেকে মানুষকে সুরক্ষার জন্য সর্তক করেন । দুষ্ক্রীতদের খোঁজে তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম বিভাগ।
আজ দুপুরে রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার নিজের পেজ থেকে পোস্ট করে জানান । তাঁর নামে একটি ভুয়ো ফেসবুক প্রোফাইল খুলে মানুষের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে। কেউ এই ফাঁদে যেন পা না দেন। এ ব্যাপারে সকলকে সতর্ক করেন তিনি৷
ইতিমধ্যে ভুয়ো অ্যাকাউন্টটি ব্লক করে সাইবার ক্রাইম ব্রাঞ্চ তদন্ত শুরু করেছে।