খোলার দাবিতে স্মারকলিপি

উত্তরবঙ্গ ক্ষৌরকার শীল সমন্বয় সমিতি হলদিবাড়ি ব্লক কমিটির পক্ষ থেকে সেলুনের দোকান খোলার দাবিতে দ্বিতীয়বার বিডিও অফিসে স্মারকলিপি প্রদান করেন । সেলুনের দোকান খোলার দাবিতে গত মঙ্গলবার তারা পৃথক পৃথক ভাবে থানা , পৌরসভা ও বিডিও অফিসে সেলুনের দোকান খোলার দাবিতে স্মারকলিপি প্রদান করেন । সেলুনের দোকান খোলার কোন সাড়া না মেলায় বৃহস্পতিবার দুপুরে একটি রেলির মাধ্যমে হলদিবাড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হলদিবাড়ি ভিডিও অফিসে আসে তারা । বিডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন । এই দিন নেতৃত্ব দেন সংগঠনের ব্লক কমিটির সম্পাদক শঙ্কর ঠাকুর । এই দিন ব্লক কমিটির সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন – সংগঠনের ব্লক কমিটির সভাপতি জগদীশ শর্মা , অমিত শীল সহ অন্যান্যরা । অমিত শীল বলেন – করোনার তৃতীয় ঢেউ ওমিক্রণ সংক্রমণের কারণে সরকার থেকে আমাদের দোকানপাট অনির্দিষ্টকালের জন্য সেলুনের দোকান বন্ধ রাখার নির্দেশিকা জারি করে । প্রকাশ থাকে যে , আমরা সমাজের অত্যন্ত দরিদ্র শ্রেণীর মানুষ । তাই সরকারি নির্দেশানুযায়ী আমরা দোকান করতে না পারলে , আমাদের পরিবার নিয়ে আমাদের রাস্তায় দাঁড়াতে হবে । তাই আমরা যাতে সারাদিনে করোনা বিধি মেনে সারাদিনের মধ্যে কিছুটা সময় দোকান করতে পারি । আমরা যদি কিছুটা সময় দোকান করতে না পারি তাহলে আমাদের দাবি সেলুনের দোকান বন্ধ থাকলে মাসিক সাত হাজার টাকা ভাতা দিতে হবে । সমস্ত ক্ষৌরকারদের আলাদা রেশনের ব্যবস্থা করতে হবে । আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আমরা দোকান খুলতে বাধ্য হবো । প্রশাসন যদি দোকান খুলতে বাধা দেয় তাহলে আমরা শ্রাদ্ধ , বিয়ে বাড়ি , অসুস কর্ম প্রতিটা কাজেই আমরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিব । এই দিন তারা দাবি নিয়ে যুগ্মবিডিওকে একটি স্মারকলিপি প্রদান করেন । যুগ্মবিডিও তাদের বলেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনেছি । শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে ।

হলদিবাড়ি থেকে অপু দেবনাথ এর রিপোর্ট ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *