গণ বিবাহের প্রস্তুতি লায়ন্স ক্লাবের
করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই ফের গণ বিবাহের আয়োজন করতে চলেছে লায়ন্স ক্লাব অব বিন্নাগুড়ি ডুয়ার্স। এই উপলক্ষে বুধবার সন্ধ্যায় লায়ন্স ক্লাব কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করা হয়। এদিন সাংবাদিক সম্মেলন করে লায়ন্স ক্লাবের কর্মকর্তারা জানান, বিগত দুই বছর করোনার কারণে আমরা গণবিবাহের আয়োজন করতে পারিনি। তবে এবার আমরা ফের গণবিবাহের আয়োজন করতে চলেছি। আগামী ১৭ ই এপ্রিল বিন্নাগুড়ি বিডিএস ময়দানে গণবিবাহের আয়োজন করা হয়েছে। মূলত চা বাগান এলাকায় অনেকেই বিবাহ অনুষ্ঠানের আয়োজন করতে পারেন না। তাই আমরা এবার ফের গণবিবাহের আয়োজন করতে চলেছি। এখানে যেসব কনে বা বরপক্ষ গণবিবাহের জন্য আসবেন তাদের ছয়জন করে দু’পক্ষের ১২ জনের দুপুরের এবং রাতের খাবারের ব্যবস্থা থাকবে। এছাড়াও আমাদের পক্ষ থেকে আমরা যতটা সম্ভব বরকনের হাতে উপহার তুলে দিব। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব বিন্নাগুড়ি ডুয়ার্সের সভাপতি
সরিতা আগরওয়াল, কো অর্ডিনেটর মোহন বনসাল,
চেয়ারপারসন কুমার লামা,
কোষাধ্যক্ষ অজয় গোয়েল,
সঞ্জিব মিত্র সহ অনেকে।