গত দশ বছরে বাংলায় জিডিপি বেড়েছে, হলদিবাড়িতে বঙ্গধ্বনি পদযাত্রায় প্রচার তৃণমূলের

নিজস্ব সংবাদদাতা, হলদিবাড়ি: তৃণমূল কংগ্রেসের গত দশ বছরে রাজ্য পরিচালিত সরকারের রিপোর্ট কার্ড প্রকাশ করল তৃণমূল। এদিন তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। হলদিবাড়ি শহরের হাসপাতাল পাড়ায় অবস্থিত স্থানীয় বিধায়কের বাসভবনে হওয়া সেই সাংবাদিক সম্মেলনে ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান, হলদিবাড়ি ব্লক কমিটির সভাপতি অমিতাভ বিশ্বাস, টাউন কমিটির সভাপতি শঙ্কর দাস, মেখলিগঞ্জ ব্লক কমিটির সভাপতি উদয় রায়।বিধায়ক অর্ঘ্য রায় প্রধান বলেন, ‘আমরা ক্ষমতায় আসার পর অর্থাৎ ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলায় থেকে যে উন্নয়নের কাজ করেছি, তা অন্য কোনও রাজ্যে হয়নি। এছাড়াও দেশের কোনও অঙ্গরাজ্যের প্রকল্প এই রাজ্যের মত বিশ্বের দরবারে সমাদৃত হয়নি। স্বাস্থ্য, খাদ্য থেকে শিক্ষা সবক্ষেত্রেই এই উন্নয়ন হয়েছে। রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প সারা বিশ্বে প্রশংসা অর্জন করেছে। এছাড়াও নজর কেড়েছে উৎকর্ষ বাংলা, স্বাস্থ্যসাথী, সবুজসাথীর মত প্রকল্পগুলি।হলদিবাড়ি ব্লক কমিটির সভাপতি অমিতাভ বিশ্বাস বলেন, , ক্রীড়া,শিক্ষা, শিল্প এবং সংস্কৃতির ক্ষেত্রে বাজেট প্রায় তিনগুণ বৃদ্ধি করা হয়েছে। বাংলার মানুষের মাথাপিছু আয় গত ১০ বছরে ২ গুণেরও বেশি বেড়েছে। গত ১০ বছরে বাংলার জিডিপি ৪.৫১ লক্ষ কোটি বেড়ে ৬.৯০ লক্ষ কোটি টাকা হয়েছে। দেশের বিজেপি শাসিত রাজ্যগুলির এই রকম রিপোর্ট কার্ড প্রকাশ করে দেখাতে পারবে না বলেও তিনি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *