গধেয়ারকুঠিকে কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হলো
নিজস্ব প্রতিনিধি, ধূপগুড়ি: ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি অঞ্চলের বগরিবাড়ি এলাকাকে কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হলো। শুক্রবার বিকালে বিডিও অফিসে ভিডিওর সঙ্গে প্রশাসনিক বৈঠক হয় ঐ এলাকার পঞ্চায়েত সদস্য, প্রধান, বিধায়ক, জেলা পরিষদের সদস্যদের নিয়ে। সন্ধ্যায় ঐ এলাকায় ধূপগুড়ি থানার আইসি সুবীর কর্মকার যান। ধূপগুড়ি পৌরসভা থেকে ঐ এলাকায় স্যানিটাইজ করা হয়। দুই দিকে দুজন করে চারজন স্বেচ্ছাসেবক থাকবে কনটেইনমেন্ট জোনে থাকা নয়টি পরিবারের সাহায্যে। ঐ গ্রাম পঞ্চায়েতের প্রধান ধর্ম নরায়ণ রায় বলেন, এলাকার নয়টি পরিবারের যেকোন ধরনের সহযোগিতা করবে স্বেচ্ছাসেবকরা।