গন্ডারের মৃত্যুর ঘটনায় গভীর রাতে বাড়ি থেকে আটক ১, ঘটনায় বিক্ষোভ বনবস্তিবাসীর

Posted by: Kshiroda Roy

বিনয় নার্জিনারী, কালচিনি: চিলাপাতার গভীর বন থেকে গন্ডারের পচাগলা দেহ উদ্ধার হয় কয়েকদিন আগে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে কালচিনির চিলাপাতা রেঞ্জ এর মেন্দাবাড়ি বিট এলাকার এক বাসিন্দাকে বন দপ্তর গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বন দপ্তর। অভিযোগ, ফরেস্ট প্রটেকশন কমিটি ও গ্রাম প্রধানকে না জানিয়ে বন দপ্তর মেন্দাবাড়ি বিটের নাকাডালা গির্জাগোরের বাসিন্দা দিশাই বসুমাতাকে রাত দেড়টা নাগাদ বন দপ্তরের রেঞ্জার ধীরাজ কামির নেতৃত্বে বনকর্মীরা তুলে নিয়ে যায়। ঘটনায় মেন্দাবাড়ি বিটের বিট অফিসে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, দিশাই বসুমাতা কিডনির রোগে আক্রান্ত। তাকে মিথ্যে অভিযোগে তুলে আনে বন দফতর। তার জামাই শান্তনু নার্জিনারী বলেন, রাত দেড়টা নাগাদ শ্বশুর মশাইকে তুলে আনে বন দপ্তরের কর্মীরা। তুলে এনে কোথায় নিয়ে যায় আমরা জানতে পারিনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর মেন্দাবাড়ি বিটে এসে বন কর্মীদের কাছে জানতে পারি তাকে জলদাপাড়ায় রাখা হয়েছে। কালচিনির সাতালি গ্রাম পঞ্চায়েতের গ্রাম প্রধান মনা রাভা জানান, কিছুদিন আগে জঙ্গলে গন্ডার মারা গিয়েছে শুনেছি, কিন্তু আজ শুনলাম আমার গ্রামের এক নিরীহ কিডনির রোগে আক্রান্ত এক ব্যক্তিকে গভীর রাতে বন দপ্তর তুলে আনে। বন দপ্তর ফরেস্ট প্রটেকশন কমিটি ও গ্রাম প্রধানকে না জানিয়ে মিথ্যাচার করেছে। এ প্রসঙ্গে মেন্দাবাড়ি বিটের বিট অফিসার তারকনাথ রায়ের কাছে জানতে চাওয়া হলে বলেন, গ্রামের এক বাসিন্দাকে তুলে আনা হয় এই অভিযোগ গ্রামবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *