গবাদি পশুদের নিয়ে আলোচনা সভা
মহম্মদ রাসেল,ক্রান্তি: ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত সহযোগিতায় ও ক্রান্তি ব্লক প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত হল ঘরে গবাদি পশুদের ভ্যাকসিন দেওয়া ও নানা রোগের চিকিৎসা বিষয়ে এক সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।লাইভ স্টক ডিপার্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট অশোক দেবনাথ সভায় বলেন রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত অফিসের প্রতি সোমবার ও শুক্রবার প্রাণী সম্পদ বিভাগ খোলা থাকে।বিনা মূল্যে চিকিৎসা ওষুধ দেওয়া হয়।এছাড়াও তিনি আগামী দিনে পশুদের ভ্যাকসিন দেওয়া হবে বলে তিনি জানালেন।তিনি বলেন গ্রাম পঞ্চায়েত এলাকায় একজন প্রাণী বন্ধু মোহাম্মদ বাদল, ও তিনজন প্রাণী মিত্রা শ্যামলী রায়, টুটুন রায়, মনসুরা বেগম পশুদের চিকিৎসা করতে সহায়তা করে বলে তিনি জানালেন।এদিনের আলোচনা সভায় ক্রান্তি পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ অপর্ণা পারভীন, অঞ্চল প্রধান আব্দুল মোতালেব, সমাজ সেবি সাকিল আহমেদ,ও পঞ্চায়েত সদস্য পরিশ্রম চিক বাড়াইক গবাদি পশুর সার্বিক বিষয় নিয়ে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।