গভীর রাতে উল্টে গেল পরিযায়ী শ্রমিক বোঝাই বাস

নিজস্ব প্রতিবেদক, ধূপগুড়ি, ১৭ মে: লক ডাউন এর কারণে সারা দেশজুড়ে সবথেকে বেশি সমস্যায় পড়েছেন মনে হয় পরিযায়ী শ্রমিকরা । বিপদ যেন তাদের পিছু ছাড়ছে না । এমনিতেই কাজ হারিয়ে পায়ে হেঁটে, সাইকেলে চড়ে, বাসে বাড়ি ফেরার চেষ্টা করছেন । আর দেশের বিভিন্ন প্রান্তে দূর্ঘটনায় পড়ছেন। গতকাল রাত প্রায় তিনটা নাগাদ ফের দুর্ঘটনার কবলে পরিযায়ী শ্রমিকদের গাড়ি ।শনিবার গভীর রাতে পরিযায়ী শ্রমিক বোঝাই একটি বাস ধূপগুড়ি- ফালাকাটা রাস্তার খলাইগ্ৰাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি নয়ানজুলিতে উল্টে যায় । ঘটনাস্থলে ধুপগুড়ি থানার পুলিশ ও দমকল বাহিনী এসে পৌঁছায় ।বিহারের ইট ভাটা থেকে কোচবিহারের তুফানগঞ্জে ফিরছিলেন পরিযায়ী শ্রমিক বোঝাই এই বাসে । এই ঘটনায় আহত হয় ১৩ জন শ্রমিক । সবাইকে ধুপগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *