গভীর রাতে গাড়ির ধাক্কায় আহত দুটি চিতাবাঘ

সুব্রত রায়, বানারহাট: বানারহাট এলআরপি রোড সংলগ্ন এলাকায় শুক্রবার গভীর রাতে দুইটা চিতা বাঘ গাড়ির ধাক্কায় আহত হয়। বন দপ্তর সূত্রে জানা গেছে চিতাবাঘ দুটি রাস্তা পারাপার করছিল। যেহেতু চা বাগান ও ফরেস্ট এলাকা রয়েছে, তাই স্বাভাবিকভাবেই নিয়মিতভাবে ওই রাস্তাগুলো বন্যপ্রাণীগুলো ব্যবহার করে থাকে। গতকালও গভীর রাতে রাস্তা পারাপার করছিল দুটি চিতা। ঠিক সেই সময় একটি ছোট গাড়ি দ্রুতগতিতে তুফানগঞ্জ থেকে নাগারাকাটার দিকে যাচ্ছিলো। এবং সেই চিতাবাঘ দুটি গাড়ির সামনে চলে আসায় চিতা দুটিকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি নিচু জমিতে গিয়ে পড়ে। ঘটনায় আহত হয় গাড়িতে থাকা পাঁচ জন।আহতদের উদ্ধার করে বীরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত ৫ জনের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গিয়েছে। তারা হলেন সুবাস কর্মকার (৫৮), সন্তোষ সাহা (৪৭), অতনু দত্ত ( ৪২)। তারা প্রত্যেকেই কোচবিহার জেলার তুফানগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এদিকে গাড়ির গতিবেগ এতটাই বেশি ছিল যে চিতা দুটিও মারাত্মকভাবে জখম হয়েছে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যান বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মীরা। ইতিমধ্যে একটি চিতাবাঘকে ঘুমপাড়ানি গুলি করে উদ্ধার করা হয়েছে শনিবার ভোরে । অপরটির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এলাকায় । ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা ঘটনা নিয়ে।বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জার শুভাশীষ রায় জানান,” গভীর রাতে খবর আসে গাড়ির ধাক্কায় জখম হয়ে দুটি চিতা রাস্তার পাশে পরে রয়েছে। এরপর ঘটনাস্থলে এসে আমরা একটি চিতাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছি। অপর চিতা বাঘটির খোঁজ চালানো হচ্ছে। ছোট গাড়িটি দ্রুতগতিতে ছিল যে কারনেই গাড়িতে থাকা পাঁচজনই গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানতে পেরেছি।”এদিকে সূত্র মারফত জানা গেছে হাসপাতাল থেকে আহতদের নামের তালিকা সংগ্রহ করে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বনদপ্তরের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *