গরিব মানষির বগলত খাড়া হৈলেক সিএফ আর ভিআরপি কর্মীলা
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা,১৬ মে: মাথাভাঙ্গা ১ নাম্বার ব্লকের হাজরাহাট ১ নাম্বার অঞ্চলের গরিব মানষিলাক সাহায্যের হাত বাড়ে দিল ১৫ ঝন সিএফ আর ভিআরপি কর্মীলা। সুভাষ বর্মন, সুপ্রজিৎ শীল, চৈতন্য কবিরাজ আর জামিনী বর্মন কন ১৫ ঝন সিএফ আর ভিআরপি কর্মীলা সগায় মিলি উজ্জোগ নিয়া হাজরাহাট ১ নাম্বার অঞ্চলের গরিব মানষি লাক চাউল, ডাইল, তেল, সাবোন দিলি। লক ডাউনের পর থাকি গরিব মানষি লাক ধারাবাহিক ভাবে খাদ্য সামগ্রী তুলি দিবার ধরিচি। খাদ্য সামগ্রী পায়া খুশি গরিব মানষিলা।