গরু পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত্যু একজনের

বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি: বাংলাদেশে গরু পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত্যু হল একজনের। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের অধীনে মিস্ত্রি পাড়া এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হলদিবাড়ি ব্লকের মিস্ত্রি পাড়ায়।ওই অজ্ঞাত পরিচয় ব‍্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে ৪ টি গরু। বুধবার রাতে শীতের ঘন কুয়াশার সুযোগ নিয়ে ১৪৩ নম্বর ব্যাটালিয়নের ভোজালি পাড়া বিওপির অন্তর্গত ওই এলাকার আন্তর্জাতিক সীমান্তের কাঁটা তারের বেড়া কেটে বাংলাদেশে গোরু পাচার চলছিল। বিষয়টি কর্তব্যরত বিএসএফ জওয়ানের নজরে এলে তাঁদের নিরস্ত হওয়ার নির্দেশ দেয়। তাতে ক্ষিপ্ত হয়ে এক পাচারকারী ধারালো অস্ত্র হাতে নিয়ে ওই কর্তব্যরত বিএসএফের দিকে তেড়ে আসে। সেসময় প্রাণে বাঁচার জন্য গুলি চালায় ওই কর্তব্যরত বিএসএফ জওয়ান।বিএসএফ জওয়ানের অত্যাধুনিক রাইফেলের গুলিটি পাচারকারীর বুকে লাগে। গুলিটি তার বুকে এফোর ওফোর হয়ে যায়। তৎক্ষণাৎ কাঁটাতারের সামনে লুটিয়ে পড়ে সে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঐ পাচারকারীর সাথে থাকা অন্য পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে হলদিবাড়ি থানার পুলিশ মৃত ঐ ব্যক্তির দেহকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। এই ঘটনার তদন্ত করতে হলদিবাড়িতে আসেন মেখলিগঞ্জের মহকুমা শাসক। দেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। হলদিবাড়ি থানার আইসি দেবাশিস বসু বলেন, মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *