গলায় ছুরি ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল হলদিবাড়ি শহরের উত্তরপাড়া এলাকায়

অপু দেবনাথ, হলদিবাড়ি: গলায় ছুরি ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল হলদিবাড়িতে । বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে হলদিবাড়ি শহরের ৯ নং ওয়ার্ডের উত্তর পাড়া এলাকায় । একই জায়গায় বারং বার এই রূপ ঘটনা ঘটায় আতঙ্ক শহরবাসী । পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী । হলদিবাড়ি-জলপাইগুড়ি রাজ্য সড়কের পাশেই হলদিবাড়ি কলেজের থেকেই কিছুটা দূরত্বে বাড়িতে একাই থাকেন ৭৬ বছর বয়সী মায়া সরকার । তার একা কৃতের সুযোগ নিয়ে বুধবার রাতে ডাকাত দল তার বাড়িতে ঢুকে । বাড়িতে ঢুকেই শুয়ে থাকা বৃদ্ধার মুখেই কাপড় চেপে ধরে পরে গলায় ছুরি থেকিয়ে বৃদ্ধার কানের দুল খুলে নেয় , পরে আলমারির চাবির জন্য জোর করতে থাকে বৃদ্ধা চাবি না দেওয়ায় আলমারি ভেঙ্গে পেনশনের সাড়ে আট হাজার টাকা ও দের ভরি সোনার বাউটি ও চারটি চুরি ও কানের দুল নিয়ে পালিয়ে যায় । বৃদ্ধা মায়া সরকার বলেন – আমি বাড়িতে একাই থাকি রাতে অনুমানিক একটা নাগাদ মুখ ঢাকা অবস্থায় দুই জন আমার ঘরে ঢুকে মুখ চিপে ধরে গলায় ছুরি ঠেকিয়ে আলমারির চাবি চায় । চাবি না দিলে একজন আমাকে চেপে ধরে ও ওপর জন আলমারি ভেঙ্গে সোনা ও পেনশনের টাকা নিয়ে পালিয়ে যায় । স্থানীয় বাসিন্দা চন্দন গুন বলেন – এর আগেও এই পাশের বাড়িতে ও মাত্র ১৫ দিন আগেও এই রকম ঘটনা ঘটে । পুলিশকে জানিয়ে ও কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছে না।আমরা চাই শহর জুড়ে জোর নিরাপত্তার ব্যবস্থা করুক পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *