ময়নাগুড়ি, ২৮ মার্চ : গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটলো সোমবার। এদিন ময়নাগুড়ি ব্লকের উল্লাডাবড়ি এলাকায় এক বৃদ্ধের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে, মৃত ওই বৃদ্ধের নাম নিরঞ্জন শিকদার(৭৫)। তাঁর নিজস্ব বাড়ি নদীয়া জেলায়। তিনি ময়নাগুড়ি ব্লকের উল্লাডাবড়ির তিস্তার চর এলাকায় থাকতেন। সেখান থেকেই সোমবার সকালে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাগুড়ি থানায় নিয়ে আসেন। পুলিশ সূত্রে জানা গেছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে।