গাছের মগডাল থেকে পাইথন উদ্ধার

বাপ্পা রায়, ময়নাগুড়ি, ২ সেপ্টেম্বর : শুক্রবার ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েত এর জলঢাকা নদী তীরবর্তী এলাকা থেকে উদ্ধার হল অজগর। আমাগুড়ি গ্রাম পঞ্চায়েতের দল বাড়ি সংলগ্ন এলাকায় একটি শিমুল গাছের মগডালে অজগর সাপটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। গাছের মগডালে অজগর দেখতে উপচে পড়া ভিড় এলাকায়। পরবর্তীতে বনদপ্তর এবং ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনকে খবর দিলে তারা গিয়ে সাপটিকে উদ্ধার করেন। জানা গেছে সাপটি বার্মিজ প্রজাতির পাইথন। যার দৈর্ঘ্য প্রায় ৮ ফুট লম্বা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি রোড পরিবেশপ্রণীর সংগঠনের সদস্য এবং রামসাই মোবাইল স্কয়ার্ড এর কর্মীরা। পরে সাপটিকে বস্তাবন্দী করে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়। বনদপ্তর সূত্রে খবর, প্রাথমিক চিকিৎসার পর সাপটিকে জঙ্গলে ছাড়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *