গাছে পেরেক লাগিয়ে দলের ঝান্ডা লাগানোর বিরুদ্ধে সরব হলেন যুবক
মানিক বর্মন, তুফানগঞ্জ: গাছে দলীয় ঝান্ডা লাগানোর বিরুদ্ধে সরব হলেন যুবক। গাছের প্রাণ রক্ষায় উদ্যোগ নিলেন সেই যুবক। অমানবিক ভাবে গাছের মূল কান্ড এবং ডালপালাতে পেরেক মেরে রাজনৈতিক দলের পতাকা টাঙানোর ঘটনার প্রতি ধীক্কার জানিয়ে তুফানগঞ্জ ১ নং ব্লকের বিডিওকে লিখিত অভিযোগ দিলেন কৃষ্ণ চন্দ্র বর্মন নামের যুবক।তুফানগঞ্জ ১ ব্লকের ধলপল ২, অন্দরান ফুলবাড়ী ১ ও ২, নাককাটিগছ সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে রাস্তার দুই ধারে ছোট বড় বিভিন্ন আয়তনের গাছে রাজনৈতিক দলের পতাকা, ব্যানার লাগানো হচ্ছে। কৃষ্ণ চন্দ্র বর্মনের অভিযোগ, এই সব কাজ পরিবেশ বিরোধী। কৃষ্ণ বলেন, “ভোট প্রচারের নামে, নিজ নিজ দলীয় ঝান্ডাকে সমাজের কাছে তুলে ধরার নামে অক্সিজেন সরবরাহকারী গাছগুলোকে যেভাবে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে সেটা দেখে আমরা আতঙ্কিত।” তিনি বলেন, “গাছের প্রাণ আছে, আর তার জন্যই আমরা আমাদের প্রাণ নিয়ে বেঁচে আছি। রাজনৈতিক দলগুলো যদি গাছের কান্ডে ও ডালপালায় পেরেক লাগানো শেখায় তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা কি বার্তা দেব, প্রশ্ন তাঁর। যুবকের অভিযোগ পত্র গ্রহণ করেছেন তুফানগঞ্জ ১ ব্লকের বিডিও। তবে এ বিষয়ে বিডিওর বক্তব্য এখনও জানা সম্ভব হয়নি।