গাজিয়াবাদে অনুষ্ঠিত ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান দখল রাকেশের।
দেবাশীষ রায়, কামাখ্যাগুড়ি, ১৪ মেঃ ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান দখল করলেন আলিপুরদুয়ার জেলার উওর পারোকাটার প্রত্যন্ত গ্রামের ছেলে রাকেশ শীল শর্মা। শুধুমাত্র এটাই তার প্রথম সাফল্য নয়। এর আগে বহুবার বিভিন্ন খেলাতে অংশগ্রহণ করে সে সাফল্যের মুখ দেখেছে। কিক বক্সিং চ্যাম্পিয়ন থেকে শুরু করে রাইফেল শুটিং এর মতো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সে সাফল্য পেয়েছে। উল্লেখ্য, গত ১২-১৪ মে উওরপ্রদেশের গাজিয়াবাদে অনুষ্ঠিত হয় ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপ। সেখানে ২৫ মিটার স্ট্যান্ডার্ড পিস্তল শুটিংয়ে ও দশ মিটার এআর রাইফেল শুটিংয়ে দুটি বিভাগে প্রথম স্থান দখল করে রাকেশ। এর জন্য তাকে দেওয়া হয় দুটি স্বর্ন পদক। এই প্রথম রাইফেল শুটিংয়ে উওরবঙ্গ তথা আলিপুরদুয়ার জেলার হয়ে বন্দুক বাজিতে স্বর্ন পদক জিতে মুখ উজ্জ্বল করলেন রাকেশ। রাকেশ জানান, তাকে এই চ্যাম্পিয়নশিপে যাওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কুমারগ্রাম বিডিও মিহির কর্মকার । সরকারি ও আর্মি ক্যাম্পের বিভিন্ন সংস্থা থেকে রাকেশকে এদিন ফোন করে জানানো হয় তাকে দেশের বিভিন্ন কাজে লাগানো হবে। তার এই সাফল্যে জেলা জুড়ে খুশির হাওয়া বইছে ।