গাজোলে রাস উৎসব
আব্দুল ওহাব,মালদা:মালদা জেলার গাজোলে সর্বজনীন রাস উৎসব, ২৫ তম বছর পূর্তি জয়ন্তী উপলক্ষে ও গাজোল সর্বজনীন রাস উৎসব কমিটির উদ্যোগে মালদা জেলার গাজোলে সর্বশ্রেষ্ঠ আকর্ষণীয় রাস উৎসব , এদিন বেলা ৩ ঘটিকায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল এর মধ্যামে ফিতা কেটে , এরপর মালদা জেলা ডিএম, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সাবিনা ইয়াসমিন ইংরেজবাজার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী থেকে শুরু করে আরো অনেকে প্রদীপ ধরিয়ে শুভ সূচনা করেন রস উৎসব । এর পর বিশেষ অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন । এই রাস উৎসবে এবছর গাজোলে মঞ্চ কাঁপাবেন প্রদীপ পাল , শরৎ মাইতি ও অদিতি মুন্সির মতো ক্ষেত্র নামা শিল্পীরা , এছাড়াও অভিনেত্রী পায়েল সরকার , অর্পিতা ও শিশু শিল্পী সৌরভ মাইতি বাউল থেকে শুরু করে কবি অসীম সরকার থেকে শুরু করে আরো অনেকেই উপস্থিত থাকবেন এ রাস উৎসবে । এই রাস উৎসব চলবে ৮ নভেম্বর থেকে ২৩ শে নভেম্বর পর্যন্ত চলবে । এ বছর রাস উৎসবে বাজেট প্রায় 40 লাখ টাকা। এই রাস উৎসব টি গাজোল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হতে চলেছে, এই রাস উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উত্তরবঙ্গ উন্নয়ন রাষ্ট্রয়মন্ত্রী সাবিনা ইয়াসমিন , মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সমর মুখার্জী , মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র, মালদা জেলা এসপি ও ডি এম,গাজোল মার্চেন ব্যবসা সমিতির সম্পাদক বিধান চন্দ্র রায় , ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি, মালদা জেলা সভাপতি এটিএম রফিকুল হোসেন, গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিনা পারভিন। গাজোল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দিনেশ টুডু থেকে শুরু করে আরো অনেকে উপস্থিত ছিলেন।এই রাস উৎসব মেলার নিরাপত্তার জন্য লাগানো হয়েছে ২৫ টি সিসিটিভি ক্যামেরা ।