গাজোল আদিবাসী নৃত্যশিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠান
আব্দুল ওহাব, মালদা: গাজোল ব্লকের ২ নং পাঁচপাড়া অঞ্চলের ফুটবল ময়দানে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ গাজোল ব্লক উদ্যোগে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান । এই পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী নৃত্য সংস্কৃতি আনুষ্ঠানটি হয়ে গেল । এই পশ্চিমবঙ্গ আদিবাসী নৃত্য লোকশিল্পী অনুষ্ঠানে গাজোল ব্লকের বিভিন্ন জায়গা থেকে আসে শিল্পীরা । এই পশ্চিমবঙ্গ আদিবাসী লোকশিল্পী সংঘ সংস্কৃতি অনুষ্ঠানে এদিন আদিবাসী লোকশিল্পী নৃত্য ঝুমুর ১০ টি দল অংশ গ্রহন করে ।
এই আদিবাসী সাঁওতাল নৃত্য ঝুমুর দলগুলি নাম হলো ১ মালাঞ্চা আদিবাসী নৃত্য দল ২ ডাঙ্গামাইল আদিবাসী নৃত্য দল ৩ উত্তর মেজাতপুর জিয়ান সুউসি নৃত্য দল ৪ পাঁচপাড়া আদিবাসী নৃত্য দল ৫ নোওগ্ৰাম ঝুমুর আদিবাসী নৃত্য দল ৬ সরাকান্দোর পলাসী আদিবাসী ঝুমুর নৃত্য দল ৭ সরাকান্দোর সিউলি আদিবাসী ঝুমুর নৃত্য দল, ৮ ছিলিমপুর মা মনোসা আদিবাসী ঝুমুর নৃত্য দল , ৯ চাদাভিটা আদিবাসী ঝুমুর নৃত্য দল , ১০ খাসপাড়া মুন্ডা আদিবাসী ঝুমুর নৃত্য দল । এছাড়াও ছিল সবার শেষে ভাওয়াইয়া ও বাউল সংগীত । পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ কমিটির গাজোল ব্লকের ভবতোষ সরকার সম্পাদক বলেন আমরা শিল্পীরা মহামারী করোনার জেরে আজ ১০ মাস যাবত বাড়িতে বসে আছি আমাদের নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান গুলি লোহার মতো মরিচা ধরে গিয়েছে এই জন্য আমরা শিল্পীদেরকে নিয়ে গাজোল ব্লকে বিভিন্ন জায়গাতে এই ধরনের আদিবাসী সংস্কৃতি অনুষ্ঠান করেছি । পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘের গাজোল ব্লক কমিটির উপস্থিত ছিলেন এদিন ভবতোষ সরকার, মসে মুর্মু সহ অন্যান্যরা।