গাজোল সর্বজনীন রাস উৎসব প্রাঙ্গনে মহা প্রসাদ বিতরণ
আব্দুল ওহাব ,গাজোল, ১১ ডিসেম্বর :- পঞ্চম মার্কেটিয়ার্স প্রাইভেট লিমিটেডের সৌজন্যে গাজোল সর্বজনীন রাস উৎসব প্রাঙ্গনে মহা প্রসাদ বিতরণ অনুষ্ঠান চলছে গাজোল হাই স্কুল ময়দানে । এই দিন দুপুর ১১ টা থেকে শুরু হয়েছে ভক্তদের মহাপ্রসাদ বিতরণ। ভক্তদেরকে খুব সুন্দর করে রাস উৎসব কমিটির পক্ষ থেকে ভোট পরিষেবা দেওয়া হচ্ছে ভক্তদের উদ্দেশ্যে। এই দিন প্রায় ১৫ থেকে ২০ হাজার ভক্তদের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে এখনো পর্যন্ত প্রায় সাত থেকে দুপুর ১:৩০ টা পর্যন্ত ৭ হাজার হাজার ভক্ত প্রসাদ সেবা নিয়েছে। এই দিন গাজোল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন রাস উৎসব কমিটির সম্পাদ ক বিধানচন্দ্র রায়, পঞ্চম মার্কেটিং এর পক্ষ থেকে রাজেন্দ্র জৈন সহ অন্যান্যরা।