গাঞ্জা উদ্ধার করিল নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা,১০ জুন: আজি গোপন সূত্রে খবর পায়া নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ ৮৩ কেজি গাঞ্জা উদ্ধার করিল। জানা গেইচে, পুলিশ সবজি ভর্তি এক খান পিক আপ ভ্যানক আটক করে, খোঁজা খোঁজি করি বিরি আইসে ৮৩ কেজি গাঞ্জা। গাড়ির ড্রাইভারের নগত আরহ এক ঝন মানষিক আটক করিছে। পুলিশের তৎপরতায় আর সতর্কতায় বার বার মাদক পাচার বন্ধ করি দিবার ধরিচে। পুলিশের এই কাজক সাধুবাদ জানাইছে থানীয় মানষিলা।