গাড়ির ধাক্কায় মৃত্যু এক স্কুটি আরোহীর
সুবল গোপ,চোপড়া: বি,এস,এফ, এর গাড়ির ধাক্কায় স্কুটি আরোহীর মৃত্যুর ঘটনায় উত্তপ্ত চোপড়ার কাঁচাকালী এলাকায় ।প্রায় দেড় ঘন্টা রোড জ্যাম ।ঘটনাস্থলে পৌছায় বিশাল পুলিশ বাহিনী । স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সন্ধ্যা ছটা নাগাদ উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের কাচাকালি এলাকার একটি পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে পাকা রাস্তায় ওঠার সময়ে পেছন থেকে আসা একটি বিএসএফ এর গাড়ির ধাক্কায় স্কুটি চালক ও আরোহী ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলে স্কুটি আরোহী আরিফ আক্তার (১২ ) মারা যায় । এবং চালক সোহেল আক্তারকে গুরুতর জখম অবস্থায় প্রথমে ইসলামপুর মহাকুমা হাসপাতাল এবং পরে শিলিগুড়ি নার্সিং হোমে চিকিৎসার জন্য নিয়ে যান । এই ঘটনার জেরে এলাকার প্রচুর মানুষ এসে বিএসএফ-এর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান । খবর পেয়ে চাপড়া থানার বিশাল পুলিশবাহিনী এবং আইসি হেমন্ত শর্মা ঘটনাস্থলে পৌঁছান । অন্যদিকে খবর পেয়ে বিএসএফ ও পৌঁছান । পরে স্থানীয় মানুষ এর সহযোগিতায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।পুলিশ মৃত দেহ ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় ।জানা গেছে মৃত কিশোরের বাড়ি ডালখোলা এলাকায় এবং গুরুতর আহত স্কুটি চালক সোহেলের বাড়ি লক্ষীপুর এলাকায়। দুজনে মাসতুতো ভাই । চোপড়ার মৌলানি গ্রামে তারা মামার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে এসেছিল । সেখান থেকে পেট্রোল পাম্পে তেল ভরতে এসে রাস্তায় উঠার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা বলে জানা গেছে । এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া।