ময়নাগুড়িতে গাড়ির ধাক্কায় গুরুতর জখম ৩
বাপ্পা রায়, ময়নাগুড়ি: ময়নাগুড়ি, ৭ জুলাই : ট্রাক এবং মারুতি গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলো ৩ জন। মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ধূপগুড়ি ২৭ নং জাতীয় সড়কের রানীরহাট মোড় সংলগ্ন এলাকায়। আহত ৩ জনকে ময়নাগুড়ি গ্রামীন হাসপাতলে নিয়ে আসা হয়েছে। প্রত্যক্ষ দর্শীরা জানান, বিকালে ট্রাক গাড়িটিকে ওভারটেক করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে । প্রত্যক্ষদর্শী অমল রায় বলেন, ” আমি এখানেই ছিলাম আমার চোখের সামনে গাড়িটিকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা লাগে। তিনজন গুরুতর আহত হয়েছে।” ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ গিয়ে দুটি গাড়িকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ময়নাগুড়ি থানার আইসি অসীম গোপ বলেন, ” গাড়ি দুটিকে ময়নাগুড়ি থানায় আনা হয়েছে । আহত ৩ জন ময়নাগুড়ি গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন। এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তদন্ত চলছে